Skip to content

Surface Chemistry Ray Martin Question Bank MCQ Solution in Bengali PDF Download Class 12 WBCHSE (পৃষ্ঠতলীয় রসায়ন প্রশ্ন বিচিত্রা MCQ সমাধান ক্লাস 12 সম্পূর্ণ বাংলায়)

  • 9 min read

আজকের এই পোস্টটিতে আমরা ক্লাস 12 এর একটি গুরুত্তপূর্ণ অধ্যায় পৃষ্ঠতলীয় রসায়ন এর রায়-মার্টিন প্রশ্ন বিচিত্রা এর সব প্রশ্নের উত্তর (Surface Chemistry Ray Martin Question Bank MCQ Solution in Bengali – পৃষ্ঠতলীয় রসায়ন প্রশ্ন বিচিত্রা MCQ সমাধান ক্লাস 12 সম্পূর্ণ বাংলায়) এর সমাধান। তোমাদের সুবিধা হবে আশা করি । নিচে দেওয়া লিংকে ক্লিক করে MCQ প্রশ্নের উত্তর এর সেকশনে চলে যেতে পারো বিনা স্ক্রল করে। 

 

Surface Chemistry Ray Martin Question Bank MCQ Solution in Bengali

MCQ Solutions

Surface Chemistry পৃষ্ঠতলীয় রসায়ন Ray-Martin Question Bank MCQ Solution 2023-24 Class 12 WBHCSE

1. ভৌত অধিশোষণ প্রক্রিয়া –
(a) একমুখী, (b) উভমুখী, (c) বিপরীতমুখী, (d) সবকটি।

Ans : (b) উভমুখী

 

2. উষ্ণতা বৃদ্ধিতে জলের পৃষ্ঠটান –
(a) বাড়ে, (b) কমে, (c) একই থাকে, (d) অনিয়মিত আচরণ দেখায়।

Ans : (b) কমে

 

3. কোলয়েড কণার আকার সাধারণত হয় –
(a) 10-3m – 10-9m, (b) 10-7m – 10-9m, (c) 10-9m – 10-12m, (d) 10-12m – 10-19m

Ans : (b) 10-7m – 10-9m

 

4. অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রদত্ত কোনটি ঠিক? –
(a) সর্বদাই তাপমোচী, (b) সর্বদাই তাপশোষী, (c) হয় তাপমোচী নতুবা তাপশোষী, (d) তাপমোচী বা তাপশোষী কোনোটিই নয়। [সংসদ নমুনা প্রশ্ন]Ans : (a) সর্বদাই তাপমোচী

 

5. ভৌত অধিশোষণে সিস্টেমের –
(a) এনট্রপি কমে যায়, (b) এনট্রপি বেড়ে যায়, (c) মুক্তশক্তি বেড়ে যায়, (d) TAS-এর মান ধনাত্মক হয়।

Ans : (a) এনট্রপি কমে যায়

 

6. ভৌত অধিশোষণের হার বৃদ্ধি পায় –
(a) উষ্ণতা বাড়ালে, (b) উয়তা কমালে, (c) উষ্ণতা স্থির রাখলে, (d) কোনোটিই নয়।

Ans : (b) উয়তা কমালে

 

7. যে পদ্ধতিতে ফটকিরি ঘোলাটে জলের পরিশোধন করে তা হল –
(a) শোষণ, (b) অধিশোষণ, (c) তজ্জন, (d) বিস্তারণ। [HS-17]

Ans : (c) তজ্জন

 

৪. নিম্নলিখিত কোলয়েডীয় সিস্টেমগুলির মধ্যে কোটি কুয়াশাকে সঠিকভাবে প্রকাশ করে? –
(a) তরলে গ্যাসের বিস্তারণ, (b) গ্যাসে গ্যাসের বিস্তারণ, (c) গ্যাসে কঠিনের বিস্তারণ, (d) গ্যাসে তরলের বিস্তারণ। [HS-16]

Ans : (d) গ্যাসে তরলের বিস্তারণ

 

9. প্রদত্ত কোনটি ন্যানো পদার্থ?
(a) উপাদান পদার্থের অন্তত একটি মাত্রার মান 1 nm বা তার কম, (b) উপাদান পদার্থের সবকটি মাত্রা আবশ্যিকভাবে 1 nm – 10nm, (c) উপাদান পদার্থের যে-কোনো একটি মাত্রার মান 1 nm – 100nm, (d) উপাদান পদার্থের সবকটি মাত্রার মান 1 nm বা তার কম। [সংসদ নমুনা প্রশ্ন]

Ans : (c) উপাদান পদার্থের যে-কোনো একটি মাত্রার মান 1 nm – 100nm

 

10. কোলয়েডকে বিশুদ্ধ করার জন্য ব্যবহৃত হয় –
(a) পেপটাইজেশন, (b) তন, (c) ডায়ালিসিস, (d) কোনোটিই নয়।

Ans : (c) ডায়ালিসিস

 

11. হিমোগ্লোবিন (রক্ত) সলের তখনের জন্য নিম্নের কোনটি সবচেয়ে কার্যকরী? –
(a) KCl, (b) BaSO4, (c) K4[Fe(CN)6], (d) Ca3(PO4)2 !

Ans : (c) K4[Fe(CN)6]

 

12. Agl/I— সলের তন ঘটাতে সবচেয়ে বেশি কার্যকরী –
(a) NaNO3, (b) Na2SO4 (C) Ca(NO3)2, (d) Al2(SO4)3 [HS-15]

Ans : (d) Al2(SO4)3

 

13. গোল্ড সলের তনে সর্বাপেক্ষা উপযোগী হল –
(a) NaNO3, (b) Na3PO4 (C) MgCl 2 (d) K4[Fe(CN)6]

Ans : (d) K4[Fe(CN)6] 

 

14. একটি কোলয়েডীয় দ্রবণকে তড়িৎক্ষেত্রের মধ্যে রাখলে কোলয়েডীয় কণাগুলি অ্যানোডের দিকে ধাবমান হয়। এই দ্রবণের তখন প্রক্রিয়ায় NaCI, BaCl2 এবং AICI -এর তঞ্চন ক্ষমতার সঠিক ক্রম কোনটি ? –
(a) NaCl > BaCl2 > AICI 3 (b) AICI > BaCl2 > NaCl, (c) NaCl > AlCl3 > BaCl2 (d) BaCl2 > NaCl > AICI 3 । [সংসদ নমুনা প্রশ্ন]

Ans : (b) AICI > BaCl2 > NaCl

 

15. প্রদত্ত কোটি ফেরিক হাইড্রক্সাইড সলের তনে সবচেয়ে বেশি কার্যকরী ? –
(a) KCI (b) K2SO4, (c) Na3PO4 (d) NaCl [HS-18]

Ans : (c) Na3PO4

 

16. কোন্ পদ্ধতিতে সদ্য প্রস্তুত অধঃক্ষেপকে কোলয়েডীয় দ্রবণে পরিণত করা যায়? —
(a) তঞ্ঝন, (b) তড়িদবিশ্লেষণ, (c) পেপটাইজেশন, (d) ব্যাপন। [সংসদ প্রদত্ত প্রশ্ন]

Ans : (c) পেপটাইজেশন

 

17. ভৌত অধিশোষণে অধিশোষক কোনো একটি নির্দিষ্ট গ্যাসের প্রতি সুনির্দিষ্টতা প্রদর্শন করে না। কারণ –
(a) এটি একটি পরাবর্ত প্রক্রিয়া, (b) গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, (c) অধিশোষণ এনথালপির মান খুব কম হয়, (d) ক্রিয়াশীল ভ্যান ডার ওয়াট্স্ বলগুলি সর্বজনীন। [সংসদ প্রদত্ত প্রশ্ন]

Ans : (d) ক্রিয়াশীল ভ্যান ডার ওয়াট্স্ বলগুলি সর্বজনীন

 

18. ভৌত অধিশোষণের ক্ষেত্রে প্রদত্ত কোন্ শর্তটি উপযোগী নয়? —
(a) নিম্ন চাপ, (b) অধিশোষকের উচ্চ সংকট তাপমাত্রা, (c) ঋণাত্মক এনথ্যালপি, (d) নিম্ন তাপমাত্রা। [সংসদ প্রদত্ত প্রশ্ন]

Ans : (a) নিম্ন চাপ

 

19. দ্রবণে অধিশোষিত পদার্থের অধিশোষণ মাত্রা বৃদ্ধি পায় –
(a) দ্রবণে অধিশোষিত পদার্থের পরিমাণ বৃদ্ধি করলে, (b) অধিশোষিত পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস করলে, (c) দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে, (d) দ্রবণে অধিশোষিত পদার্থের পরিমাণ হ্রাস করলে। [HS-22] [সংসদ প্রদত্ত প্রশ্ন]

Ans : (a) দ্রবণে অধিশোষিত পদার্থের পরিমাণ বৃদ্ধি করলে

 

20. কোন ক্ষেত্রে ‘Sorption’ শব্দটি সাধারণত ব্যবহৃত হয় ? –
(a) অধিশোষণ, (b) বিশোষণ, (c) অধিশোষণ ও বিশোষণ উভয়ই, (d) অধিশোষণ ও শোষণ উভয়াই। [সংসদ প্রদত্ত প্রশ্ন]

Ans : (d) অধিশোষণ ও শোষণ উভয়াই

 

21. দ্রাবক-বিকর্ষী সলকে যে পদ্ধতিতে সংরক্ষণ করা যায়, তা হল –
(a) সলটিকে ফুটিয়ে, (b) তড়িদবিশ্লেষ্য যোগ করে, (c) দ্রাবক আকর্ষী সল যোগ করে, (d) বিপরীত আধানগ্রস্ত সল যোগ করে।

Ans : (c) দ্রাবক আকর্ষী সল যোগ করে

 

22. তরল বিস্তার মাধ্যমে ও কঠিন বিস্তৃত দশার কোলয়েড সিস্টেমের নাম –
(a) কঠিন সল, (b) সল, (c) ইমালসন, (d) জেল।

Ans : (b) সল

 

23. কোলয়েডীয় দ্রবণের সংখ্যাগত ধর্মের মান সম গাঢ়ত্বের প্রকৃত দ্রবণের সংখ্যাগত ধর্মের মান অপেক্ষা কম হয়, কারণ কোলয়েডীয় কণাগুলি –
(a) অধিকতর পৃষ্ঠতলবিশিষ্ট, (b) লায়োফিলিক কোলয়েড তৈরি করে, (c) বিস্তৃত তন্ত্রের মধ্যে থাকে, (d) তুলনামূলকভাবে কম সংখ্যায় উপস্থিত থাকে [সংসদ প্রদত্ত প্রশ্ন]

Ans : (d) তুলনামূলকভাবে কম সংখ্যায় উপস্থিত থাকে

 

24. নদী যেখানে সমুদ্রে গিয়ে মেশে তাকে বদ্বীপ বলে। বদ্বীপ তৈরি হয় যে প্রক্রিয়ায় তা হল –
(a) কোলয়েড গঠন দ্বারা, (b) Syneresis, (c) কোয়াগুলেশন, (d) ইমালসিফিকেশন। [সংসদ প্রদত্ত প্রশ্ন]

Ans : (c) কোয়াগুলেশন 

 

25. বেশি গাঢ়ত্বের সাবানের জলীয় দ্রবণে সাবান আচরণ করে –
(a) সংযোজিত কোলয়েড, (b) বৃহদানবিক কোলয়েড, (c) আণবিক কোলয়েড, (d) দ্রাবক আকর্ষী কোলয়েড রূপে। [সংসদ প্রদত্ত প্রশ্ন]

Ans : (a) সংযোজিত কোলয়েড

 

26. প্রদত্ত কোন শর্তে কোনো গ্যাসের ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণে পরিবর্তিত হয় –
(a) অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে, (b) তাপমাত্রা হ্রাস পেলে, (c) তাপমাত্রা বৃদ্ধি পেলে, (d) অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পেলে। [সংসদ প্রদত্ত প্রশ্ন]

Ans :  (c) তাপমাত্রা বৃদ্ধি পেলে

 

27. প্রদত্ত কোন শর্তটি অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
(a) ΔG <0, (b) ΔH <0, (c) ΔS <0, (d) ΔS >0

Ans : (d) ΔS >0

 

28. সক্রিয় চারকোলে হাইড্রোজেন গ্যাসের অধিশোষণ মাত্রা সহজে তরলীকৃত করা যায় এমন গ্যাসের অধিশোষণ মাত্রার তুলনায় কম হয় কারণ –
(a) হাইড্রোজেনে খুব শক্তিশালী ভ্যান ডার ওয়াট্স্ বল কাজ করে, (b) হাইড্রোজোনের সংকট তাপমাত্রা খুব বেশি হয়।, (c) দুর্বল ড্যান ডার ওয়াট্স্ বলের জন্য, (d) সংকট তাপমাত্রা খুব কম হয়। [সংসদ প্রদত্ত প্রশ্ন]

Ans : (d) সংকট তাপমাত্রা খুব কম হয়

 

29. নীচের কোনটি একটি বৃহদাকার প্রাকৃতিক কোলয়েডের উদাহরণ ? –
(a) সালফার সল, (b) নাইলন, (c) সাবান, (d) স্টার্চ। [সংসদ Mock Test (Set-1)]

Ans : (d) স্টার্চ

 

30. প্রদত্ত কোনটি দ্রাবক-বিকর্ষী সল তৈরি করে?
(a) স্টার্চ (b) জিলেটিন, (c) গোল্ড, (d) সেলুলোজ। [সংসদ Mock Test (Set-2)]

Ans : (c) গোল্ড

 

31. কোলয়েডীয় কণাগুলি টিভাল প্রভাব দেখায়, এর কারণ হল –
(a) তড়িদাধানের উপস্থিতি (b) আলোর বিচ্ছুরণ, (c) আলোর শোষণ, (d) আলোর প্রতিফলন। [সংসদ Mock Test (Set-3)]

Ans : (b) আলোর বিচ্ছুরণ

 

32. কঠিনের পৃষ্ঠতলে গ্যাসের ভৌত অধিশোষণের ক্ষেত্রে প্রদত্ত কোনটি ভুল বক্তব্য?
(a) ভৌত অধিশোষণ সাধারণত উন্নতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়. (b) ভৌত অধিশোষণ সাধারণত উয়তা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়, (c) ভৌত অধিশোষণ একটি পরাবর্ত প্রক্রিয়া, (d) ভৌত অধিশোষণ চাপ বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়। [সংসদ Mock Test (Set-4)]

Ans : (b) ভৌত অধিশোষণ সাধারণত উয়তা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়

 

33. ভৌত অধিশোষণ সবচেয়ে ভালো হয় –
(১) উচ্চ উয়তায়, (b) নিম্ন উয়তায়, (c) উচ্চ চাপে, (d) b ও c উভয়েই। [সংসদ Mock Test (Set-5)]

Ans : (d) b ও c উভয়েই

 

34. ভৌত অধিশোষণের ক্ষেত্রে প্রদত্ত কোনটি সঠিক নয়?
(a) অণুগুলি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা যুক্ত, (b) সক্রিয়করণ শক্তি কম, (c) বহু আণবিক স্তর গঠন করে, (d) সুনির্দিষ্ট। [সংসদ Mock Test (Set-7)]

Ans : (d) সুনির্দিষ্ট

 

35. প্রদত্ত কোনটি প্রকৃত প্রবণ?
(a) সিমেন্ট (b) ধোঁয়া, (c) কপার সালফেট দ্রবণ, (d) দুধ। [সংসদ Mock Test (Set-8)]

Ans : (c) কপার সালফেট দ্রবণ

 

36. Fe (OH), সলকে তন্ত্রিত করার জন্য প্রদত্ত কোনটি বেশি কার্যকরী?
(a) CI. (b) Br (c) NO2 (d) SO2 । [Mock Test (Set 10)]

Ans : (d) SO2

 

37. প্রদত্ত কোনটি লায়োফিলিক বা দ্রাবক আকর্ষী কোলয়েড?
(a) দুধ (b) রক্ত, (c) গোল্ড সল, (d) গাম [HS-19]

Ans : (d) গাম

 

38. প্রদত্ত আয়নগুলির মধ্যে কোনটি তখনকারী হিসেবে সর্বাধিক কার্যকরী? –
(a) Al3+ (b) Na (c) Ba2 (d) K [XI-13]

Ans : (a) Al3+

 

39. প্রদত্ত কোনটি লায়োফিলিক সল নয়?
(a) প্রোটিন, (b) জিলেটিন, (c) স্টার্চ, (d) গোল্ড সল।

Ans : (d) গোল্ড সল

 

40. প্রদত্ত কোনটি লায়োফিলিক কোলয়েডের সংরক্ষণ ক্ষমতা প্রকাশ করে? –
(a) তখন ক্ষমতা, (b) অপনয়ন ক্ষমতা (c) CMC. (d) স্বর্ণসংখ্যা।

Ans : (a) তখন ক্ষমতা

 

41. যে শর্তে অধিশোষণ প্রক্রিয়া সাম্যাবস্থায় আসে, তা হল-
(a) ΔH >0. (b) ΔH = TΔS, (c) ΔH > TΔS, (d) ΔH < TΔS [HS-22]

Ans : (b) ΔH = TΔS

 

42. তিনটি গ্যাসের সংকট উয়তার ক্রম TA > Tg > To ! সমউয়তা ও চাপে একই পরিমাণ অধিশোষক দ্বারা শোষিত গ্যাসের আয়তনের–
(a) V₂>Ve>V₁ (b) V₁ < V₂ < Vc (c) VA > Vg> Vc. (d) VA <Vc<VB!

Ans : (b) V₁ < V₂ < V3

 

43. প্রদত্ত কোটি দ্রাবক -বিকর্ষী বা লায়োফোবিক কোলয়েড? –
(a) গাম, (b) স্টার্চ, (c) গোল্ড সল, (d) জিলাটিন। [HS-23]

Ans :  (c) গোল্ড সল

 

44. As♭S3 কোলয়েডের তগুনে কোটি সর্বাপেক্ষা কার্যকরী? –
(a) NaNO3, (b) Na2SO4. (C) CaCl2, (d) Al2(SO4)3 |

Ans : (d) Al2(SO4)3

 

45. লায়োফোবিক কোলয়েড সহজে চেনার উপায় হল–
(a) ব্রাউনীয় গতি, (b) তগুন, (c) ইলেকট্রোডায়ালিসিস, (d) টিন্ডাল প্রভাব।

Ans : (d) টিন্ডাল প্রভাব

 

46. একটি নির্দিষ্ট গাঢ়ত্বের ওপরে প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে মিসেল গঠন করে?
(a) গ্লুকোজ, (b) ইউরিয়া, (c) ডোডেসাইল ট্রাইমিথাইল – অ্যামোনিয়াম ক্লোরাইড, (d) পিরিডিনিয়াম ক্লোরাইড।

Ans : (c) ডোডেসাইল ট্রাইমিথাইল – অ্যামোনিয়াম ক্লোরাইড

 

47. সমুদ্রের ধারে চোরাবালি কীসের উদাহরণ?
(a) সিনরেসিস, (b) পেপটাইজেশন, (c) থিক্সোট্রপি, (d) টিভাল প্রভাব।

Ans : (c) থিক্সোট্রপি

 

WBCHSE ক্লাস 12 এর ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে পৃষ্ঠতলীয় রসায়ন (পৃষ্ঠতলীয় রসায়ন Ray&Martin Question Bank Solution) একটি গুরুত্বপূর্ণ Chapter । এই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্যে ভালো করে করতে হবে। আমাদের ওয়েবসাইটে এই ছোট (MCQ & SAQ) এবং বড় প্রশ্ন দেওয়া আছে। তোমরা সহজেই তা দেখে নিতে পারো, নিচে লিংক দেওয়া হলো। আমাদের এই পোস্টটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও এবং আর কোন কোন কবিতা বা গল্পঃ তোমাদের প্রয়োজন সেটাও জানিও। আমরা চেষ্টা করছি তোমাদের বেস্ট পড়াশোনা related পোষ্ট দেওয়ার জন্য। আসা করছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের ভালো লাগবে এবং ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে।

Class 12 Chemistry বিষয়ের আরো পোস্ট পেতে এখানে ক্লিক করো

https://bongstudy.com/category/chemistry/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *