Skip to content

Surface Chemistry Ray Martin Question Bank SAQ Solution in Bengali – পৃষ্ঠতলীয় রসায়ন প্রশ্ন বিচিত্রা SAQ সমাধান ক্লাস 12 সম্পূর্ণ বাংলায়

  • 8 min read

আজকের এই পোস্টটিতে আমরা ক্লাস 12 এর একটি গুরুত্তপূর্ণ অধ্যায় পৃষ্ঠতলীয় রসায়ন এর রায়-মার্টিন প্রশ্ন বিচিত্রা এর সব প্রশ্নের উত্তর (Surface Chemistry Ray Martin Question Bank SAQ Solution in Bengali – পৃষ্ঠতলীয় রসায়ন প্রশ্ন বিচিত্রা SAQ সমাধান ক্লাস 12 সম্পূর্ণ বাংলায়) এর সমাধান। তোমাদের সুবিধা হবে আশা করি । নিচে দেওয়া লিংকে ক্লিক করে SAQ প্রশ্নের উত্তর এর সেকশনে চলে যেতে পারো বিনা স্ক্রল করে। 

 

Surface Chemistry Ray Martin Question Bank SAQ Solution in Bengali

SAQ Solutions

Surface Chemistry Ray Martin Question Bank MCQ Solution in Bengali

1.ভৌত অধিশোষণ ও রাসায়নিক অধিশোষণের মধ্যে কোটি উভমুখী ?

Ans : ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণের মধ্যে ভৌত অধিশোষণ উভমুখী। 

 

  1. কঠিনে গ্যাসের অধিশোষণের ওপর উষ্ণতার প্রভাব কী?

Ans : নিম্ন উষ্ণতায় ভৌত অধিশোষণের মাত্রা খুব বেশি হয়।  আবার উচ্চ উষ্ণতায় ভৌত অধিশোষণের মাত্রা কম হয় অপরদিকে রাসায়নিক অধিশোষণ বেশি মাত্রায় ঘটে। 

 

  1. জেল কাকে বলে?

Ans : কোলয়েড সিস্টেমের বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম কঠিন হলে তাকে জেল বলে। 

 

  1. সল ও জেলের মধ্যে প্রধান পার্থক্য লেখো। 

Ans : 

বিষয় সল  জেল
বিস্তৃত দশা কঠিন তরল
বিস্তার মাধ্যম  তরল কঠিন

 

5. কোন্ ঘটনার জন্য কোলয়েডীয় কণাগুলি থিতিয়ে পড়ে না?

Ans : কোলয়ডীয়  কনাগুলির তড়িৎআধান ও ব্রাউনীয় গতি কণাগুলির থিতিয়ে পড়াকে বাধা দেয়। 

 

  1. একটি ক্যাটায়নিক ও একটি অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় যৌগের নাম লেখো।

Ans : ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় যৌগ – সিটাইল ট্রাই-মিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড [C16H33(CH3)3N+Cl-]

অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় যৌগ –  সোডিয়াম স্টিয়ারেট [C17 H35 CooNa]

 

  1. 0.84% NaCl দ্রবণকে ‘প্রমাণ লবণ জল’ বলা হয় কেন ?

Ans : 0.84% NaCl দ্রবণ লোহিত রক্ত কণিকার কোষীয় তরল সাপেক্ষে আইসোটনিক,  তাই 0.84% NaCl দ্রবণকে  প্রমাণ লবণ জল বলা হয়। 

 

৪. সদ্য অধঃক্ষিপ্ত Fe(OH)3-কে অল্প পরিমাণ লঘু FeCl3 দ্রবণ সহযোগে ঝাঁকালে কী ঘটে? 

Ans : সদ্য প্রস্তুত Fe(OH)3  কে অল্প পরিমান  লঘু FeCl3  দ্রবণ সহযোগে ঝাকালে বাদামি বর্ণের ফেরিকহাইড্রোক্সাইড সল পাওয়া যায়।

 

  1. একটি জলবিদ্বেষী কোলয়েডীয় দ্রবণের মধ্যে দিয়ে দৃশ্যমান আলো পরিচালনা করলে কী দেখা যায়?

Ans : একটি জলবিদ্বেষী কোলয়ডীয় দ্রবণের মধ্য দিয়ে আলো পাঠালে উক্ত কোলয়ডীয় কণাগুলির সঙ্গে আলোর সংঘর্ষ ঘটে।  ফলে আলোর বিচ্ছুরণ হয় এবং আলোর উজ্জ্বল গতিপথ ৫ থেকে দৃশ্যমান হয়। কোলয়ডীয় কণা দ্বারা আলোর বিচ্ছুরণের এই ঘটনাকে টিন্ডাল প্রভাব বলে। 

 

  1. সাবানের ফেনায় বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম কী কী? [HS-48 

Ans : সাবানের ফ্যানায় বিস্তৃত দশা হলো বায়ু এবং বিস্তার মাধ্যম হলো সাবান দ্রবণ।

 

  1. উন্নতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভৌত অধিশোষণ হ্রাস পায় কেন? সংসদ Mock Test (Set-2)

Ans : উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় অনুগুলির ভান্ডারওয়ালস বল হ্রাস পায় ও গতিশক্তি বৃদ্ধি পায়।  ফলে অনুগুলি অধিশোষকের পৃষ্ঠতল পরিত্যাগ করে।  অতএব উষ্ণতা বৃদ্ধিতে ভৌত অধিশোষণের মাত্রা হ্রাস পায়। 

 

  1. কোন্ ক্ষেত্রে অধিশোষণ তাপের পরিমাণ বেশি? – ভৌত অধিশোষণ না রাসায়নিক অধিশোষণ।

Ans : রাসায়নিক অধিশোষণে অধিশোষণ তাপ বেশি। 

 

  1. ‘গাম-অ্যারাবিকের স্বর্ণসংখ্যা 0.15′ বলতে কী বোঝায়? 

Ans : গাম-অ্যারাবিকের স্বর্ণসংখ্যা 0.15 এর অর্থ 10mL প্রমাণ গোল্ড সলের মধ্যে 10mL 10% ইনিশিয়াল দ্রবণ যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয় তা প্রতিহত করতে ন্যূনতম 0.15 mL গাম-অ্যারাবিক প্রয়োজন

 

  1. বহু অণু সমন্বিত কোলয়েড কী? 15. লায়োফোবিক সলের একটি উদাহরণ দাও। 

Ans : যে কোলয়েড সিস্টেমের বিস্তার মাধ্যমে কোলয়েড কণাগুলি বিস্তৃত দশার বহু সংখ্যক পরমাণু বা অনু একত্রিত হয়ে সৃষ্টি হয় তাকে বহু অনুসমন্বিত কোলয়েড বলে।

 

  1. লায়োফোবিক সলের একটি উদাহরণ দাও। 

Ans : লায়োফোবিক সলের একটি উদাহরণ হল গোল্ড সল।  

 

  1. কোলয়েডের কোন্ ধর্মের সাহায্যে একই রঙের কোলয়েড দ্রবণ ও প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়?

Ans : টিন্ডাল এফেক্ট ধর্মের সাহায্যে একই রংয়ের কলয়েড ও প্রকৃত দ্রবণ এর মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। 

 

  1. সদ্য অধঃক্ষিপ্ত ফেরিক হাইড্রক্সাইডে কয়েক ফোঁটা লঘু ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করলে একটি লাল বর্ণের কোলয়েডীয় দ্রবণ পাওয়া যায়। এই ঘটনাটি কী নামে পরিচিত? 

Ans :  সাদা অদক্ষিপ্ত ফেরিক হাইড্রোক্সাইড কয়েক ফোটা Fecl3 দ্রবণ যোগ করলে একটি লাল বর্ণের কলয়েডিও দ্রবণ পাওয়া যায়, এই ঘটনাকে অপলয়ন বা পেপটাইজেশন বলা হয়।

 

  1. কোলয়েড কণাগুলির আকার ব্যাপ্তি কী?

Ans : কোলয়েড কনাগুলি 10-⁷ cm থেকে 10-⁵ cm পর্যন্ত হয়

 

  1. জল শোধনের কাজে ব্যবহৃত ফটকিরি কর্দম কণাগুলির কীরূপ পরিবর্তন ঘটায় ? 

Ans : 

 

  1. কোন্ ক্রিয়ার দ্বারা আলোকের সাহায্যে কোলয়েডীয় দ্রবণ ও প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য করা যায় ?

Ans : টিন্ডাল ক্রিয়ার দ্বারা আলোকের সাহায্যে কোলডীয় দ্রবণ ও প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য করা যায়।

 

  1. একটি দারক-আকর্ষী কোলামড়ের উদাহরণ দা

Ans : একটি দ্রাব আকর্ষি কলোডীয় দ্রবণ হলো স্টার্চ দ্রবণ।

 

  1. তোমার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে দুটি কোলয়েডীয় মিশ্রণের নাম করো।

Ans : দুটি কলইডিও দ্রবণ হলো দই ও পনির।

 

  1. স্বর্ণসংখ্যা এর সংজ্ঞা লেখো। 

Ans : 10mL প্রমাণ গোল সলের মধ্যে 10mL 10% NaCl দ্রবণ যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয় (লাল থেকে নীল) তা প্রতিরোধ করার জন্য সর্বনিম্ন যত মিলিগ্রাম সংখ্যক কলয়েড মিশ্রিত করা প্রয়োজন ততো মিলিগ্রাম সংখ্যাকে ঐ কলয়েডের স্বর্ণ সংখ্যা বলে।

 

  1. সদা প্রস্তুত Fe (OH)-এর মধ্যে FeCI, যোগ করলে, Fe (OH), সল তৈরি হয়। এটি কী ধরনের তড়িৎচলন প্রদর্শন করে?

Ans : Fe(OH)3 হলো একটি ধনাত্মক চার্জ যুক্ত সল, তাই এটি ধনাত্মক আধান গ্রস্ত হবে।

 

  1. ভৌত অধিশোষণের ক্ষেত্রে খুব কম তাপ উৎপন্ন হয় কেন? সংসদ Mock Test (Set-9)

Ans : ভৌত অধিশোষণ দুর্বল ভান্ডারওয়ালস বল দ্বারা আবদ্ধ থাকে। এই দুর্বল প্রকৃতির বলের উপস্থিতির কারণে অধিশোষণ তাপের পরিমাণ কম হয়।

 

  1. একটি নন-আয়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থের নাম লেখো।

Ans : একটি নন আয়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ হল পলিইথিলিন গ্লাইকল স্টিয়ারেট।

 

  1. প্রদত্ত বস্তুগুলির মধ্যে কোনগুলি কোলয়েডীয় দ্রবণ ? (i) দুধ: (ii) রক্ত: (ii) শিশির: (iv) ধোঁয়া, (v) বৃষ্টির জল H5-02 

Ans : যেগুলি কলয়ডিও দ্রবণ তা হল দুধ ও রক্ত।

 

  1. কোলয়েডীয় প্রবণগুলি অসমসত্ত্ব দুটি দশা নিয়ে গঠিত। দশা দুটি কী কী? EXISO –

Ans : যখন বিস্তার দসার প্রকৃতি কলোডিও ও প্রলম্বনের মিশ্রণ হয় তখন কলাইডিও দ্রবণ গুলি অসমসত্ত হয় ।

 

  1. সল কী? উদাহরণ দাও। HS-22

Ans :যে সমস্ত কলয়েড সিস্টেমে বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যম তরল তাদের সল বলে।

যেমন – গোল্ড সল, সিলভার সল ইত্যাদি

 

  1. মাখন ও দুধের মধ্যে কোটি জলে-তেল জাতীয় (O/W) এবং কোটি তেলে জল জাতীয় (W/O) ইমালসন ? সংসদ Mock Test (Set-4, 6)

Ans : দুধ জলে-তেল জাতীয় এবং মাখন তেলে-জল জাতীয় ইমালশন।

 

  1. স্বয়ংক্রিয় অনুঘটন-এর একটি উদাহরণ দাও। সংসদ Mock Test (Set-5 ) 32.50 (8) + 30 (6) – SO3 (8) — এই বিক্রিয়াটির সমসত্ত্ব অনুঘটকের নাম লেখো। সংসদ Mock Test (Set-6)

Ans : একটি স্বয়ংক্রিয় অনুঘটনের উদাহরণ হল –

 ইথাইল অ্যাসিটেটের আদ্রবিশ্লেষণে উৎপন্ন অ্যাসিড (CH3COOH) বিক্রিয়াটিকে ত্বরান্বিত করে।

 

  1. প্রদত্ত কোলয়েডগুলির বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম-এর নাম উল্লেখ করো। (a) ধোঁয়া, (b) দুধ। সংসन Mock Test (Set- 10) –

Ans : 

 

  1. অনুঘটকরূপে কাজ করে এরূপ একটি সন্ধিগত ধাতব মৌল-এর অক্সাইডের নাম 

Ans :

 

  1. কোন্ অনুঘটক অ্যালকোহলকে গ্যাসোলিন-এ পরিণত করে?

Ans : জিওলাইটকে ZSM-5 অনুঘটক দ্বারা অ্যালকোহলকে গ্যাসোলিনে পরিণত করা হয়।

 

  1. একটি ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থের নাম ও গঠন লেখো।

Ans : একটি ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ হল সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। [C16 H33 (CH3)3 N+ Cl-]

 

  1. যে উন্নতার উর্ধ্বে মিসেল গঠিত হয়, তার নাম কী?

Ans : যে উষ্ণতায় মিশেল গঠিত হয় তার নাম ক্র্যাফটস উষ্ণতা।

 

  1. ব্রেডিগের আর্ক পদ্ধতি দ্বারা প্রস্তুত করা হয় এমন একটি কোলয়েডের উদাহরণ দাও। 

Ans : ব্রেডিগের আর্ক পদ্ধতি দ্বারা সিলভার, গোল্ড বা প্লাটিনাম সল তৈরি করা হয়।

 

  1. পৃষ্ঠতল সক্রিয় পদার্থ কোনো তরলে যোগ করলে তরলের কোন ধর্ম হ্রাস পায় ?

Ans : কোন তরলে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ যোগ করলে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়।

 

  1. বায়ুকে দূষণমুক্ত করার জন্য কটরেল অধঃক্ষেপক নামক যন্ত্রে কোন্ প্রক্রিয়া সম্পন্ন করা

Ans : বায়ুকে দূষণমুক্ত করা যায় যে যন্ত্রের সাহায্যে তা হল ক্যাটালাইটিক কনভার্টার।

 

  1. ট্যান করার পর চামড়া শক্ত হয়ে যায় কেন?

Ans : 

 

  1. দ্রাবক আকর্ষী কোলয়েড, দ্রাবক-বিকর্ষী কোলয়েড অপেক্ষা বেশি স্থায়ী কেন?

Ans : দ্রাবক আকর্ষী কোলয়েড গুলির কনা পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, কিন্তু দ্রাবক বিকর্ষি কলয়েড কোণাগুলির অনু দুর্বল ভ্যানডারওয়ালস ব্যাসার্ধ দ্বারা গঠিত। আকর্ষণ বল বেশি হওয়ায় দ্রাবক আকর্ষিক কলয়েড অধিক স্থায়ী।

 

  1. সমতড়িৎ বিন্দু কাকে বলে?

Ans : যে নির্দিষ্ট pH এর মানে তড়িৎ বিভব প্রয়োগ করা সত্ত্বেও উভধর্মী প্রকৃতি বিশিষ্ট কোলয়েড কোণাগুলি ক্যাথোড বা অ্যানোড কোনো তড়িৎদ্বারের দিকেই অগ্রসর হয় না, সেই নির্দিষ্ট pH কে উক্ত কোলয়েডের সমতড়িৎ বিন্দু বলে।

 

  1. CMC কি ?

Ans : মিসেল গঠনকারী কোন দ্রবণের ক্ষেত্রে এমন একটি সর্বনিম্ন গাঢ়ত্ব পাওয়া যায় যে গাড়ত্যের ঊর্ধ্বে দ্রবনে মিসেল গঠিত হয়। এই গারত্বকে সংকট মিসেলিফিকেসন গাঢ়ত্ব বা CMC বলে

 

WBCHSE ক্লাস 12 এর ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে পৃষ্ঠতলীয় রসায়ন (Surface Chemistry Ray Martin Question Bank SAQ Solution in Bengali) একটি গুরুত্বপূর্ণ Chapter । এই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্যে ভালো করে করতে হবে। আমাদের ওয়েবসাইটে এই ছোট (MCQ & SAQ) এবং বড় প্রশ্ন দেওয়া আছে। তোমরা সহজেই তা দেখে নিতে পারো, নিচে লিংক দেওয়া হলো। আমাদের এই পোস্টটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও এবং আর কোন কোন কবিতা বা গল্পঃ তোমাদের প্রয়োজন সেটাও জানিও। আমরা চেষ্টা করছি তোমাদের বেস্ট পড়াশোনা related পোষ্ট দেওয়ার জন্য। আসা করছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের ভালো লাগবে এবং ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে।

Class 12 Chemistry বিষয়ের আরো পোস্ট পেতে এখানে ক্লিক করো

https://bongstudy.com/category/chemistry/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *