Skip to content

The Sick Rose by William Blake Poem Summary & Bengali Meaning (Class 11) – BongStudy

  • 6 min read

the sick rose

The Sick Rose

William Blake

 

O Rose thou art sick.
The invisible worm,
That flies in the night
In the howling storm:

Has found out thy bed
Of crimson joy:
And his dark secret love
Does thy life destroy.

 

Introduction to the Poet

William Blake (1757-1827) was a noted poet, painter and engraver. He is a famous figure of the English Romantic Movement. Blake’s poetry is marked by intense spiritual visions. Some of his famous works are Songs of Innocence, Songs of Experience, Marriage of Heaven and Hell.

Blake wrote two sets of poems Songs of Innocence and Song of Experience. The Sick Rose occurs as part of the Songs of Experience. The poet mentions through the symbols of the rose and the worm, how intense experience preys upon unpolluted innocence.

 

লেখক পরিচিতি

উইলিয়াম ব্লেক (1757-1827) একজন বিখ্যাত কবি, চিত্রকর এবং খোদাইকারী ছিলেন। তিনি ইংরেজি রোমান্টিক আন্দোলনের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। ব্লেকের কবিতা তীব্র আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এর জন্য বিশেষভাবে পরিচিত। তার বিখ্যাত কিছু কাজ হল ‘সং অফ ইনোসেন্স, ‘সং অফ এক্সপেরিয়েন্স’, ‘ম্যারেজ অফ হেভেন এন্ড হেল’।

ব্লেক দুটি কবিতার সেট লিখেছেন ‘সং অফ ইনোসেন্স’ এবং ‘সং অফ এক্সপেরিয়েন্স’।  সিক রোজ অভিজ্ঞতার গানের অংশ হিসাবে ঘটে। কবি গোলাপ এবং কৃমির প্রতীকের মাধ্যমে উল্লেখ করেছেন যে কীভাবে অভিজ্ঞতা পবিত্র নির্দোষতাকে (innocence) ধ্বংস করে।

 

The Sick Rose Summary

William Blake’s “The Sick Rose” is a brief but powerful poem that explores themes of corruption, desire, and the devastating power of suppressed emotions. Blake creates a rich picture in just a few lines that allows readers to investigate the nuanced feelings and outcomes it contains.

The poem is about a rose that is said to be ill, although its illness is not caused by a physical ailment. It is instead attributed to an enigmatic and invisible creature called the invisible worm. This worm is shown as a nocturnal animal that can move during the night, especially during a violent storm. The selection of these components fosters a climate of danger, secrecy, and hidden desires.

According to the poem, the worm has found the rose’s “bed of crimson joy,” which stands for the flower’s beauty and vivacious life force. The worm’s love is nevertheless defined as having a “dark secret,” suggesting that it is not an honest or wholesome type of adoration. Instead, it conveys a feeling of wickedness or corruption. “Does thy life destroy,” which implies that the worm’s undetected intentions are slowly consuming or eroding the life force of the rose, emphasises the negative nature of this love.

Because of its conciseness and wide range of interpretations, ” Sick Rose” invites introspection and individualised interpretation. It highlights the fragility of beauty and the dangers that might result from unfulfilled ambitions or unhealthy relationships. The contrast between corruption and purity and the results that can result when these forces converge are highlighted by the imagery of the delicate rose and the sneaky worm.

Because of its conciseness and wide range of interpretations, ” Sick Rose” invites introspection and individualized interpretation. It highlights the fragility of beauty and the dangers that might result from unfulfilled ambitions or unhealthy relationships. The contrast between corruption and purity and the results that can result when these forces converge are highlighted by the imagery of the delicate rose and the sneaky worm.

Overall, “The Sick Rose” by William Blake is a provocative examination of the human condition that touches on issues like desire, secrecy, and the destructive potential of suppressed emotions. It inspires readers to consider the difficulties of interpersonal connections, the brittleness of beauty, and the ease with which darkness may creep into even the most innocent facets of our existence.

 

The Sick Rose Bengali Meaning

উইলিয়াম ব্লেক রচিত The sick rose কবিতাটি হলো একটি ক্ষুদ্র এবং অর্থপূর্ণ কবিতা যা সুপ্ত আবেগ এবং ধ্বংসাত্মক প্রকৃতিকে নির্দেশ করে। মাত্র কয়েক লাইন দ্বারাই ব্লেক পাঠকদের জটিল আবেগের প্রানবন্ত চিত্র সফলভাবে ফুটিয়ে তুলতে সমর্থ হয়েছেন।
পুরো কবিতাটি একটি গোলাপ ফুলকে কেন্দ্র করে রচিত, যেটিকে বর্ণনা করা হয়েছে অসুস্থ হিসাবে। কিন্তু এই অসুস্থতা স্বাভাবিক শারীরিক অসুস্থতার কারণে হয়নি। পরিবর্তে এটির পিছনে দায়ী করা হয়েছে একটি অদৃশ্য ও রহস্যময় কীটকে। কীটটি বিশেষত ঝড়ের রাতে চলাচল করে যা অন্ধকারে চলাচল করে। কথক এইসব উপমা ব্যবহার করে গোপনীয়তা, বিপদ এবং সুপ্ত ইচ্ছাকে ইঙ্গিত করে।

কবিতা অনুযায়ী, কীটটি গোলাপের “লাল আনন্দের বিছানায়” আশ্রয় নেয়, যেটি গোলাপের সৌন্দর্য এবং জীবনী শক্তির প্রতীক। কীটটির ভালোবাসাকে ‘গোপন এবং অন্ধকার’ রূপে বর্ণনা করা হয়েছে যেটিকে কোনোরূপেই স্বাভাবিক বলা যায় না। পরিবর্তে এটি নৃশংসতাকে নির্দেশ করে। কবিতায় “Does thy life destroy” বাকাংশ ব্যবহার করে ভালোবাসার ধ্বংসাত্মক দিকটি তুলে ধরা হয়েছে। কীটটির গোপন ইচ্ছার জন্য গোলাপের জীবনী শক্তি ধীরে ধীরে হ্রাস পায়।

পরিশেষে বলা যায় যে, উইলিয়াম ব্লেক এর “the sick rose” কবিতাটি মানুষের চিন্তাশীল মনের একটি দিককে প্রকাশ করে যা ইচ্ছা, গোপনীয়তা এবং ধ্বংসাত্মক অনুভূতির অন্যতম পরিচায়ক। এটি পাঠকদের বুঝতে শেখায় সম্পর্কের জটিলতা, সৌন্দর্যের দুর্বলতা এবং আমাদের জীবনের অন্ধকার দিকটির সাথে অভ্যস্ত করে তোলে।

 

Conclusion

WBCHSE ক্লাস 11 এর ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে “The Sick Rose” কবিতাটি একটি গুরুত্বপূর্ণ কবিতা । এই কবিতাটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্যে ভালো করে করতে হবে। আমাদের ওয়েবসাইটে এই কবিতাটির ছোট (MCQ & SAQ) এবং বড় (LAQ) প্রশ্ন দেওয়া আছে। তোমরা সহজেই তা দেখে নিতে পারো, নিচে লিংক দেওয়া হলো। আমাদের এই পোস্টটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও এবং আর কোন কোন কবিতা বা গল্পঃ তোমাদের প্রয়োজন সেটাও জানিও। আমরা চেষ্টা করছি তোমাদের বেস্ট পড়াশোনা related পোষ্ট দেওয়ার জন্য। আসা করছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের ভালো লাগবে এবং ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে।

 

The Sick Rose Questions and Answers

“The Sick Rose” অধ্যায়ের MCQ প্রশ্ন এবং উত্তর পেতে নিচে ক্লিক করো 👇🏻

the sick rose mcq questions and answers

“The Sick Rose” অধ্যায়ের SAQ প্রশ্ন এবং উত্তর পেতে নিচে ক্লিক করো 👇🏻

the sick rose short questions and answers

“The Sick Rose” অধ্যায়ের LAQ প্রশ্ন এবং উত্তর পেতে নিচে ক্লিক করো 👇🏻

the sick rose long questions and answers

 

ক্লাস ইলেভেনের ইংরেজি বিষয়ের আরো পোস্ট পেতে এখানে ক্লিক করো  👇🏻

WBCHSE Class 11 English All Chapter’s Explanation and Q&A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *